ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাহদের নতুন কোচ হলেন আগুয়েরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
সালাহদের নতুন কোচ হলেন আগুয়েরে মিশরের নতুন কোচ। ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপ ভালো যায়নি মোহাম্মদ সালাহর মিশরের। তাই তো এখন থেকেই প্রস্তুতি চলছে কাতার বিশ্বকাপের। সেলক্ষ্যেই নতুন কোচও নিয়োগ দিয়ে ফেলেছে দেশটির ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপ পর্যন্ত মেক্সিকোর সাবেক খেলোয়াড় ও কোচ জাভিয়ের অয়াগুয়েরোকে নিয়োগ দিয়েছে মিশর।

রাশিয়া বিশ্বকাপ ব্যর্থতার পরপরই আগের কোচ আর্জেন্টাইন কোচ হেক্টর কুপারের চুক্তি নবায়ন না করে নতুন কোচের খোঁজে নামে মিশর। চার জনের সংক্ষিপ্ত তালিকা করে তা তুলে দেওয়া হয় কমিটির হাতে।

সেই চার জন হলেন, স্পেনের কুইকু সানচেজ ফ্লোরেস, মেক্সিকোর জাভিয়ার এগুইরে, বসনিয়ার ভাহিদ হালিহোদিচ এবং কলম্বিয়ার জর্জ লুইস পিন্টো। সেখান থেকেই বেঁছে নেওয়া হয়েছে আগুয়েরোকে।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ দলের সদস্য ও ২০০২ থেকে ২০১০ থেকে নিজের দেশের ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করা আগুয়েরোর কাঁধে চার বছরের জন্য উঠেছে মিশরের দায়িত্ব।    

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।