ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোরিয়ায় শেষ ম্যাচেও জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
কোরিয়ায় শেষ ম্যাচেও জয় পেল বাংলাদেশ ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসকে সামনে রেখে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ ফুটবল দল নিজেদের তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে হারিয়েছে চোদ্যাং বিশ্ববিদ্যালয়কে ৩-১ গোলে। এই সফরে এ নিয়ে টানা দ্বিতীয় জয়ও তুলে লাল-সবুজ জার্সিধারীরা।

মকপো ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে এ ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন বিপলু আহমেদ, মতিন মিয়া ও রবিউল হাসান।

সোমবারের এ ম্যাচে অবশ্য ১৭ মিনিটে গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন উই চান জং।

৩৯ মিনিটে বিপলু আহমেদের গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৭৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মতিন মিয়া। আর ৮১ মিনিটে ব্যবধান বাড়ান রবিউল হাসান।

কোরিয়া সফরের শুরু ভালো ছিল না বাংলাদেশের। ১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে গুয়াংজু এএফসির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ । পরে ৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারায় শিহান বিশ্ববিদ্যালয়কে।

জাকার্তা-পালেমবাংয়ের এশিয়ান গেমস সামনে কোরিয়া থেকে আগামী ১১ অগাস্ট ইন্দোনেশিয়ায় পৌঁছানোর কথা বাংলাদেশের। ১৪ অগাস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবেন সাদ-জাফররা। ‘বি’ গ্রুপে জেমি ডের দলের অপর দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।