দিনের শুরুতে (সকাল ৯টা) ক্লাবে বঙ্গবন্ধু তনয় (লে:) শেখ জামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ ও মোনাজাত করা হয়।
সকাল ১০টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের নিহতদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ক্লাব প্রাঙ্গণে কুরআনখতম এবং বাদ জোহর আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গভর্নিং কমিটির চেয়ারম্যান মঞ্জুর কাদের, ইসি সদস্য ও ফিন্যান্স ডিরেক্টর নাজিব আহমেদ, ইসি অ্যান্ড ডিরেক্টর মিস্টার শিপন, এসকে ইকবাল খোকন, ক্লাব সেক্রেটারি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যানের সেক্রেটারি মো. ফয়েজুর রহমান, শেখ জামাল ধানমন্ডি ফুটবল ক্লাবের চেয়ারম্যান আশরাফ চুন্নু, ক্লাব সদস্য, এবং ক্লাবটির ক্রিকেট ও ফুটবলাররা।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৮
এইচএল/এমএমএস