বুধবার (২৯ আগস্ট) নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ সময় বিকেল চারটায় পেশাদার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফুটবল দল।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
প্রায় ২ বছর পর দেশের মাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালের ৮ জানুয়ারি যশোর শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে দিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।
এর আগে ২০১৪ সালে রাজশাহীতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে একটিতে ১-১ গোলে ড্র ও দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এমএইচএম/এমএমএস