ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভুটানের জালে বাংলাদেশের দ্বিতীয় গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
ভুটানের জালে বাংলাদেশের দ্বিতীয় গোল বাংলাদেশের দ্বিতীয় গোল। ছবি: শোয়েব মিথুন

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে নেমে মাত্র তিন মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে বাংলাদেশ পেলো দ্বিতীয় গোল।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি।

এগিয়ে থেকে বিরতিতে গিয়ে বাংলাদেশ আরও শানিয়ে নিয়েছে নিজেদের।

দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে মামুনুর রহমান দারুণ এক গোলে বাংলাদেশকে নিয়ে গেছেন জয়ের আরও কাছে।

ম্যাচের প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। কর্নার কিক নেওয়ার সময় ডি বক্সের মধ্যে সাদউদ্দিনকে ফাউল করেন ভুটানের থেরিং ধিরাজ। আর এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তৃতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মন (১-০)।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রডাকশনের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।  

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৪। আর ভুটান আছে ১৮৩ নম্বরে। অর্থাৎ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে ভুটান। সাফ ফুটবলে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৫ বার। যার ৪টিতে জয় বাংলাদেশের। অন্য ম্যাচটি ড্র হয়।

বাংলাদেশ সময়ঃ ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।