ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লক্ষ্মীপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
লক্ষ্মীপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে সদর উপজেলার এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলী প্রমুখ।

উদ্বোধনী খেলায় সদর উপজেলার কুশাখালী ও উত্তর জয়পুর ইউনিয়ন মুখোমুখি হয়। এতে ৪-০ গোলে উত্তর জয়পুরকে পরাজিত করে কুশাখালী দল। এ টুর্নামেন্টে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ২১টি দল অংশ নিবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।