এবারের আসরের ড্রয়ে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ মহিলা দল। যেখানে তাদের গ্রুপসঙ্গী সেই নেপাল, ভুটান ও পাকিস্তান।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াছে অনূর্ধ্ব-১৫ সাফ (পুরুষ) ও মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২৫ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত নেপালে কিংবা শ্রীলঙ্কাতে সাফ অনূর্ধ্ব-১৫ (পুরুষ) ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৮ এর খেলা আর আগামী ১৭ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত সাফ (মহিলা) ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৮ এর খেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে দু’টি প্রতিযোগিতার ‘ড্র’ অনুষ্ঠান কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফ সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক হেলাল, বাফুফে সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম বাবু, ভুটান ফুটবল ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারী মিন্দু দর্জি এবং বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএইচএম