ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নতুন স্বপ্ন নিয়ে বসুন্ধরা কিংসে বিশ্বকাপ তারকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
নতুন স্বপ্ন নিয়ে বসুন্ধরা কিংসে বিশ্বকাপ তারকা কলিনড্রেসের হাতে ক্লাবের জার্সি তুলে দিচ্ছেন বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক

রাশিয়া বিশ্বকাপে সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিনড্রেস যোগ দিয়েছেন পেশাদার লিগে অভিষেকের অপেক্ষায় থাকা বসুন্ধরা গ্রুপের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসে। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার গত বুধবার (১২ সেপ্টেম্বর) পা রাখেন বাংলাদেশে। কোচ অস্কার ব্রুজোনের অধীনে নেমে পড়েছেন অনুশীলনেও। তবে বসুন্ধরা কিংসের জার্সিতে এবার তাকে প্রথম দেখা গেল।

বসুন্ধরা কিংসের সঙ্গে কলিনড্রেসের চুক্তি স্বাক্ষরের পর ক্লাবের ২৬ নম্বর জার্সি তার হাতে তুলে দেন ক্লাবের সভাপতি ইমরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন এবং ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ।

রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের স্বদেশী ও জাতীয় দলের সতীর্থ যার রয়েছে বিশ্বকাপে খেলার টাটকা অভিজ্ঞতা, তাকে দলে নিতে পেরে স্বাভাবিকভাবেই দারুণ খুশি বসুন্ধরা কিংসের কোচ ব্রুজোন। সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ কোচ বলেন, ‘এমন একজন খেলোয়াড়কে দলে পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত। আশা করি, ড্যানিয়েল এই দেশের ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে। এই দেশের ফুটবলের উন্নয়নে বসুন্ধরা কিংসের সাধনায় এবার যোগ হলেন কলিনড্রেস। ’

কলিনড্রেসকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে ব্রুজোন বলেন, ‘আমাদের দলের খেলাটা তৈরি হবে কলিনড্রেসকে ঘিরে। দলকে খেলাবে, অন্যদেরও খেলাবে সে। ফরোয়ার্ড লাইনের খেলাটা সহজ করে দেবে সে। আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল দুর্দান্ত কিছু দেখবে তার পায়ে এবং সে-ই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। ’

বিশ্বকাপ খেলে ফেরা কলিনড্রেসের বসুন্ধরা কিংসে যোগদানের পেছনে বড় ভূমিকাটা রেখেছেন কোচ ব্রুজোন নিজেই। এখানে আসার আগে তিনি ডাক পেয়েছিলেন দক্ষিণ আমেরিকা ও ভারতের ঘরোয়া ফুটবল লিগের ক্লাব থেকেও। তাহলে ফুটবল র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশের ঘরোয়া লিগকে বেছে নেওয়া বিস্ময়কর। কিন্তু পেশাদার ফুটবলারের মতোই উত্তর কলিনোড্রেসের, ‘এ ক্লাব ছাড়াও আমার কাছে আরো দুটো অফার ছিল। একটি দক্ষিণ আমেরিকায়, আরেকটি ভারতে। ইমরুল সাহেবের সঙ্গে কথা বলে সেই দুটো বাদ দিয়েছি, আমি যা চেয়েছি সবই পাচ্ছি বসুন্ধরা কিংস থেকে। ’

বাংলাদেশে পা রেখে এই কয়েকদিনেই বেশ মানিয়ে নিয়েছেন কলিনড্রেস। তাছাড়া কোস্টারিকার সঙ্গে এদেশের আবহাওয়ার তেমন পার্থক্য নেই বলেই জানালেন তিনি, ‘এখানকার আবহাওয়া কোস্টারিকার চেয়ে আলাদা নয়। আর এখানকার খাবার তো খুবই ভালো লেগেছে। ’

২০১১ সালে কোস্টারিকার জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পর ১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কলিনড্রেস চান নিজেকে প্রমাণ করতে। সেই চ্যালেঞ্জ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েই তিনি বলেন, ‘আমি এখানে অনেক আশা ও স্বপ্ন নিয়ে এসেছি। যা আমাকে পূরণ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি সেরাটা দেওয়ার। ’

তবে শুধু কলিনড্রেসই নয়, আরও একজন বিশ্বকাপ খেলা তারকাকে দলে নিতে চান বসুন্ধরা কিংসের সভাপতি, ‘ড্যানিয়েলের সঙ্গে মানিয়ে খেলতে পারে এমন একজন ভালোমানের বিদেশি ফুটবলার নেওয়ার ইচ্ছা আছে আমাদের। খুব শিগগিরই হয়তো আরও একজন বিশ্বকাপ খেলা ফুটবলারকে দেখতে পাবেন আমাদের ক্লাবে। ’

বাংলাদেশের পেশাদার ফুটবলে বিশ্বকাপে খেলা তারকা কলিন্ড্রেসের প্রথম পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর। নীলফামারীতে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামে মালদ্বীপের চ্যাম্পিয়ন নিউ রেডিয়েন্টের বিপক্ষে এক প্রীতি ম্যাচে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হবে তার।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।