শনিবার (২২ সেপ্টেম্বর) ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি কাজী নাবিল আহেমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী ও মডেল জয়া আহসান এবং বাংলাদেশ ক্লাব ফুটবলের কর্ণধারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের টুর্নামেন্টের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। আর গ্রুপ ‘বি’তে রয়েছে বাংলাদেশ, ফিলিপাইন ও লাওস।
গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে ৫ অক্টোবর ফিলিপাইনের মোকাবেলা করবে। গ্রুপের ছয়টি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। আর ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারে দুটি সেমিফাইনাল। যেখানে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস/এইচএল