তালিকায় গত মৌসুমে কিয়েভের ফাইনালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ দলের চারজনসহ সদ্য জুভেন্টাসে পাড়ি দেওয়া রোনালদোও আছেন। অন্যদিকে বার্সেলোনা থেকে তালিকায় আছেন শুধু মেসি।
বর্ষসেরা একাদশে স্থান পাওয়া ফুটবলাররা হলেন- ডেভিড ডি গিয়া, দানি আলভেজ, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, মার্সেলো, এডেন হ্যাজার্ড, লুকা মদ্রিচ, এনগোলো কান্তে, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো ও মেসি।
এদের মধ্যে ভারানে, রামোস, মার্সেলো, মদ্রিচ রিয়ালের বর্তমান দলের সদস্য আর রোনালদো সাবেক।
গতবার বর্ষসেরার তালিকায় থাকা বুফন, বোনুচ্চি, ক্রুস, ইনিয়েস্তা এবং নেইমারের স্থলাভিষিক্ত হয়েছেন ডি গিয়া, ভারানে, কান্তে, হ্যাজার্ড এবং এমবাপ্পে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এমএইচএম