অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ হাজার লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন সিলেট জেলা স্টেডিয়াম স্টেডিয়াম লোকে লোকারণ্য হয়ে পড়ে।
আনুষ্ঠানিকতা শেষে স্বাগতিক বাংলাদেশ লাওসের মুখোমুখি হয়। শুরুতে কিক অফ করে খেলা শুরু করে বাংলাদেশ। খেলার শুরুতে বাংলাদেশ দল অনেকটা চাপিয়ে খেলতে শুরু করে।
১ অক্টোবর থেকে সিলেটে শুরু হওয়া ফুটবল মহারণ চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরে স্বাগতকি বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- লাওস, ফিলিস্তিন, নেপাল, ফিলিপাইন ও তাজিকিস্তান।
স্টেডিয়ামে প্রতি টিকিটের মূল্য ৫০ (পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। আর দেড় লাখ টিকিট বিক্রি করা হবে ৬ দিনে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৫ হাজার হলেও প্রতিদিন দর্শকদের জন্য ২২ হাজার বিক্রি করা হবে। ৩ হাজার বাফুফের কর্মকর্তাসহ অফিসিয়ালদের জন্য রাখা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসএইচ