ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হয়।
এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশের।
নেপাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে হারিয়েছিল। ফলে বাংলাদেশি কোচ গোলাম রব্বানী ছোটন প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না।
অনূর্ধ্ব-১৮ পর্যায়ে অবশ্য প্রথমবার নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব-১৪ ও ১৫ বয়সভিত্তিক খেলায় দু’বার করে জয় পেয়েছিল লাল-সবুজের মেয়েরা।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৮
এমএমএস