ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেপালকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের তরুণীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
নেপালকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের তরুণীরা ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ সাফ নারী ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের দুই গোলেই জয় নিশ্চিত হয় লাল-সবুজের তরুণীদের। তবে ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে একটি গোল পরিশোধ করে নেপাল।

বাংলাদেশ দলের হয়ে সিরাত জাহান স্বপ্না ১৬ ও শ্রীমতি কৃষ্ণারানী ৩২ মিনিটে একটি করে গোল করেন। নেপালের হয়ে গোলটি করেন রেশমি কুমারি।

মঙ্গলবার (০২ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হয়।

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশের।

নেপাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে হারিয়েছিল। ফলে এ ম্যাচে গ্রুপ সেরা হতে বাংলাদেশকে ড্র করলেই হতো। তবে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা জয় নিয়েই মাঠ ছেড়েছে।

অনূর্ধ্ব-১৮ পর্যায়ে এবারই প্রথমবার নেপালের মুখোমুখি হয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব-১৪ ও ১৫ বয়সভিত্তিক খেলায় দু’বার করে জয় পেয়েছিল লাল-সবুজের মেয়েরা।

৫ অক্টোবর সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।