ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দিবালার হ্যাটট্রিকে জুভেন্টাসের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
দিবালার হ্যাটট্রিকে জুভেন্টাসের বড় জয় পাওলো দিবালা। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল জুভেন্টাস। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার একক নৈপুণ্যেই এই জয় এলো জুভিদের ঘরে।

দিবালার হ্যাটট্রিকে কে সুইস ক্লাব ইয়াং বয়েজকে উড়িয়ে দিয়ে ৩-০ গোলে জয় পায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। নিজেদের মাঠে মঙ্গলবার (২ অক্টোবর) রাতে ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে আসে এই জয়।

প্রথম ম্যাচে ভালেন্সিয়ার মাঠে ২-০ ব্যবধানে জেতে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ ফরোয়ার্ডের অনুপস্থিতি মোটেই বোঝা যায়নি দিবালার পারফরম্যান্সে। আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে দেয় সিরি’ আতে টানা সাতবারের চ্যাম্পিয়নদের।

ম্যাচের পঞ্চম মিনিটেই ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি ভলিতে জাল খুঁজে নেন দিবালা। গোলরক্ষককে কোনো সুযোগই দেননি।  

৩৩তম মিনিটে দ্বিতীয় গোল করেন দিবালা। প্রথমে ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদির জোরালো এক শট রুখে দেন গোলরক্ষক কিন্তু তাতে বিপদমুক্ত করতে পারেননি দলকে। বল পেয়ে যান দিবালা। অনায়াসেই নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে দারুণ এক আক্রমণে হ্যাটট্রিক পূরণ করেন দিবালা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চতুর্থ আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিক করলেন ২৪ বছর বয়সী দিবালা।

৭৮তম মিনিটে বল দখলের লড়াইয়ের সময় দিবালার মুখে হাত দিয়ে আঘাত করা দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গিনির সেন্টার-ব্যাক মোহামেদ আলি কামারা।

তবে ম্যাচের বাকী সময় কোনো দলই আর গোল করতে পারেনি। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।