প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শিল। কলসিন্দুরের ফুটবল কন্যাদের অপরাজেয় হয়ে ওঠার পেছনে অনেক বড় অবদান রয়েছে এই শিক্ষকের।
নিজের সন্তানতুল্য ফুটবল কন্যারা শুক্রবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিত করতে নামতে যাচ্ছে স্বাগতিকদের বিপক্ষে। ফলে স্বভাবতই অন্য রকম আনন্দে বিভোর মিনতী রানী।
এদিন বিকেলে মোবাইলে বাংলানিউজকে তিনি বলেন, ‘অনুর্ধ্ব-১৮ দলটিতেও মারিয়া, তহুরা, সাজেদা, নাজমা ও মাহমুদা খেলছেন। ওরা অনুর্ধ্ব-১৫’র হয়েও খেলেছে। এএফসি টুর্নামেন্টেও ওরা একাধিকবার ভুটানকে পরাস্ত করেছে। '
'আমি আশাবাদী আজো ভুটান এই উদ্যমী ফুটবল কন্যাদের সামনে দাঁড়াতে পারবে না। এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাফ অনুর্ধ্ব-১৮’র শিরোপাও নিজেদের ঘরেই তুলবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ’
নিজের সন্তান মারিয়া মান্দা অনুর্ধ্ব-১৮ ফুটবল দলেরও অন্যতম ‘প্রাণভোমরা’। ফলে ভুটানের বিপক্ষে নিজের কন্যার জ্বলে ওঠার পাশাপাশি জয় নিশ্চিত করতে দলকে ফাইনালে নিয়ে যাওয়া অসম্ভব কোন ব্যাপার নয় বলেই মনে করেন মা এনাতো মান্দা।
বিকেলে আলাপকালে বাংলানিউজকে তিনি বলেন, ‘আমি আশা রাখি ওরা জিতে আবারো কলসিন্দুরের মুখ আলোকিত করবে। ’
টিভিতে খেলা না দেখানোর ফলে ইন্টারনেটে নিয়মিতই বাংলাদেশের প্রতিটি ম্যাচ কলসিন্দুরের মানুষজন দেখেন বলে জানান মারিয়ার বড় বোন হাসি মান্দা।
তবে তার আক্ষেপ: সরকারি টিভি চ্যানেলে যদি খেলা দেখাতো। আনন্দ উল্লাস করে এলাকার সব মানুষজন একত্রে দেখতে পেতেন।
ভুটানে সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার পর থেকেই ‘ক্ষুদে মেসি’ খ্যাত তহুরার সঙ্গে যোগাযোগ নেই মা সাদিকুন নাহারের (৪০)। নিজে খেলা না দেখলেও স্বামীর মুখে সন্তানের ভাল নৈপুণ্য প্রদর্শনের গল্প শুনেন। তবে ইন্টারনেটে সেমিফাইনালের আজকের ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছেন তিনিও।
সাদিকুন নাহার আঞ্চলিক ভাষায় বাংলানিউজকে বলেন, ‘তহুরা তো সব সময়ই ভালো খেলে। আইজক্যাও ভালোই খেলবো। ওগরে (ওদেরকে) হারাইয়া দিবো। নিজে গোল কইরাই বাংলাদেশরে জিতাইবো। ’
ভুটানের বিপক্ষে তহুরা-সাজেদাদের মাঠে নামার আগে অন্য রকম এক উত্তেজনা চলছে কলসিন্দুরে। স্থানীয় সংবাদ কর্মী আবুল হাশেম বাংলানিউজকে বলেন, ‘কলসিন্দুরের ফুটবল কন্যারা কখনো হারে না। '
'জয়ই তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা আশাবাদী বরাবরের মতো এবারো তারা ভুটানকে পরাজিত করবে। ফাইনালের প্রতিপক্ষকেও যোগ্যতা দিয়েই উড়িয়ে দিয়ে শ্রেষ্ঠত্বের হাসি হাসবে। '
প্রসঙ্গত, আজ শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘন্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমএএএম/এমএইচএম