ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজির বড় জয় সতীর্থদের সঙ্গে এমবাপ্পে। ছবি: সংগৃহীত

প্রথমে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার শুরু করলেও কিলিয়ান এমবাপ্পে গোলের ঝড় তোলেন। নেইমারের প্রথম গোলের পর টানা ৪টি গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।

রোববার (৭ অক্টোবর) প্যারিসে নিজেদের মাঠে লিওঁকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।  

প্রথমার্ধ্বে দুদলই যেন ফাউল আর কার্ড পাওয়ার প্রতিযোগিতায় নামে! তবে এত কিছুর মাঝেও গোল ঠিকই আদায় করে নেয় স্বাগতিকরা।

নবম মিনিটে নেইমারের সফল এক কিকে কিকে এগিয়ে যায় পিএসজি। লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি অষ্টম গোল। আর সব মিলিয়ে চলতি মৌসুমে তার গোলসংখ্যা ১১টি।

৩৩তম মিনিটে লিওঁর মিডফিল্ডার এনদোম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি ডিফেন্ডার কিম্পেম্বে। এর পাঁচ মিনিট পর হলুদ কার্ড দেখেন নেইমার ও মার্কো ভেরাত্তি। বিরতির ঠিক আহ মুহূর্তে এমবাপ্পেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিওঁর ফরাসি মিডফিল্ডার লুকাঁ। ১০ জনে নেমে লিওঁর দল।  

দ্বিতীয়ার্ধ্বের পুরোটা জুড়েই ছিলেন শুধুই এমবাপ্পে। আট মিনিটের মধ্যেই দেন তিনটি গোল। জয় তখন নিশ্চিতই বলা যায় পিএসজির। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের তৃষ্ণা যেন মিটছিল না।

৭৪তম মিনিটে অতিথিদের দিয়ে দেন আরও একটি গোল। এই নিয়ে লিগে তার গোল সংখ্যা আট।  

নয় ম্যাচের সবকটিতে জয় পাওয়া পিএসজির পয়েন্ট ২৭।

বাংলাদেশ সময়ঃ ১০৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।