কিন্তু শনিবার (২০ অক্টোবর) জেনোয়ার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় চলতি মৌসুমে প্রথম পয়েন্ট হারিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
অবশ্য ভাগ্য সহায় হলে ম্যাচের ৪০ মিনিটেই ২ গোলে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস।
তবে কিছুক্ষণ পরেই অবশ্য গোল পেয়ে যান এই পর্তুগিজ ফরোয়ার্ড। স্বদেশি ডিফেন্ডার জোয়াও কানসেলোর শট প্রতিপক্ষের পায়ে লাগার পর কোনোমতে ঝাঁপিয়ে গোল ঠেকান গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। কিন্তু আবার ফাঁকায় বল ফিরে এলে এবার টোকায় লক্ষ্যভেদ করেন রোনালদো। আর স্পর্শ করেন ৪০০ গোলের মাইলফলক।
আবার জুভেন্টাসের জয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে। আলেক্স সান্দ্রোর গোলমুখে বাড়ানো বলে রোনালদোর টোকা কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। এরপর ৫৩তম মিনিটে পোলিশ ফরোয়ার্ড পিয়াতেকের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
কিন্তু জেনোয়ার পক্ষে ৬৭ মিনিটে তাক লাগিয়ে দিলো ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানিয়াল বেসা। কর্নারে ব্যস্ত থাকায় জুভেন্টাসের রক্ষণভাগ লক্ষ্যই করে নি বেসাকে। তখন জেনোয়ার ক্রিস্টিয়ান কৌয়ামি কর্নারের সময় বল পেয়ে দেন বেসাকে। গোলবারের ৬ গজ দূর থেকেই হেড করে গোল দিয়ে ম্যাচ সমতায় আনে বেসা।
এর ২ মিনিট পর আবারও এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু রোনালদোর লাফিয়ে নেওয়া হেড ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়। খানিক পর পাওয়া দিবালা গোল করার মতো পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নিলে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে জুভেন্টাস।
৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএএম/জিপি