বুধবার (২৪ অক্টোবর) রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচের এক পর্যায়ে ইন্টার মিলানের ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক নেন বার্সার উরুগুইয়ান তারকা সুয়ারেজ। অমন দুর্দান্ত শট অন্য কোনো সময় হলে হয়তো নিশ্চিত গোলে পরিণত হতো।
অবাক করা বিষয় হলো বুলেট গতির ওই শট ইন্টারের সব ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ফেলেছিল। কিন্তু ডিফেন্ডারদের তৈরি মানব দেয়ালের ঠিক পেছনে আচমকা শুয়ে পড়েন ব্রোজোভিচ! বল তার পিঠে লেগে গোলবার পেরিয়ে সাইডলাইনে ঠাই নেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব পুরো স্টেডিয়াম।
ব্রোজোভিচের অমন ডিফেন্সে একরাশ হতাশা আর বিস্ময় নিয়ে তাকিয়ে ছিলেন সুয়ারেজ। আর গ্যালারিতে বসে এমন দৃশ্য হজম করতে কষ্ট হচ্ছিল হাতের ইনজুরির কারণে দলের বাইরে থাকা বার্সা অধিনায়ক লিওনেল মেসিরও। তবে সুয়ারেজের ওই গোল মিস হলেও ২-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিবিহীন বার্সেলোনা।
ব্রোজোভিচের অবিশ্বাস্য কীর্তি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল হইচই পড়ে গেছে। ওডিডিএসবাইবেল নামে এক টুইটার একাউন্টে ওই মুহূর্তের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, 'আমরা এখনও ২০১৮ সালেই পড়ে আছি, আর ব্রোজোভিচ ৩০১৮ সালে বাস করছে। '
ব্রোজোভিচের সেই অবিশ্বাস্য ডিফেন্সের মুহূর্ত দেখুন এখানে-
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমএইচএম