সোমবার (২৯ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল। তবে একসময় দশ জনের দলে পরিণত হওয়া মোহামেডানের বিরুদ্ধে দাপট দেখিয়েই জয় পায় বসুন্ধরা কিংস।
তবে বিরতির পর ৬৬তম মিনিটে এবার পেনাল্টি পেয়ে ফের এগিয়ে যায় মোহামেডান। চিগোজিকে ডি-বক্সের মধ্যে মিতুল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডারবোর গোলে ২-১ ব্যবধান করে মোহামেডান। ৭১ মিনিটে বসুন্ধরার গোল স্কোর ২-২ করেন স্পেনের হোর্হে গতোর ব্লাসে। তার জোরালো শটেই ফের সমতায় ফেরে নবাগত দলটি। এর কিছুক্ষণ পরে দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। দলটির তকলিস আহমেদ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ।
ইব্রাহিমের পাস থেকে ৭৮ মিনিটে কোনাকুনি শটে বসুন্ধরাকে এগিয়ে নেন মতিন মিয়া। ম্যাচের মূল সময়ের পর যোগ করা সময়ে দুই গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। কলিনদ্রেসের পাস থেকে সিলভা গোল করেন। এরপর এই ব্রাজিল তারকাই নিজের জোড়া গোল পূর্ণ করেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৮
এমএমএস