সময়ের অপচয় আটকাতে ম্যাচ চলাকালে ফুটবলার পরিবর্তনের নিয়মে আসছে বদল। অনেক সময়ই দেখা যায় ম্যাচের শেষ দিকে জিততে থাকা দল ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার জন্য খেলোয়াড় পরিবর্তন করে।
সাধারণত ফ্রি-কিক নেওয়ার সময় দু’দলের ফুটবলাররা মানবদেয়াল তৈরি করায় হুড়োহুড়ি করেন। গোলবারের সামনে দাঁড়ানো নিয়ে অনেক সময় হাতাহাতি পর্যায়েও চলে যায়। সেই সমস্যা সমাধানে নতুন নিয়মে, অ্যাটাকিং দলের কেউ মানবদেয়াল তৈরি করতে পারবেন না। শুধু প্রতিপক্ষের ফুটবলাররাই সেখানে দাঁড়াতে পারবেন।
ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, হ্যান্ডবল মানেই ফাউল বলে গন্য হবে নতুন নিয়মে। আসছে কোচদের জন্য লাল ও হলুদ কার্ড। এছাড়া খেলার মধ্যে যদি পেনাল্টি হয় এবং সেই পেনাল্টি গোলরক্ষক আটকে দেয় কিংবা পোস্টে প্রতিহত হয়, তাহলে ফিরে আসা বলে গোল করার সুযোগ থাকে। কিন্তু নতুন নিয়মে এই সুযোগ থাকবে না। আবার নতুন করে শুরু করতে হবে গোলকিকের মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এমকেএম/এমএমএস