ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বড় জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
বড় জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো জুভেন্টাস ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে উদিনেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। দলের হয়ে জোড়া গোল করেন মইসে কিয়েন। আর এ জয়ে লিগে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

এ ম্যাচে অবশ্য কোচ একাদশে রাখেননি দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালাকে। দিবালা শেষ দিকে মাঠে নামলেও রোনালদো নামেননি।

                     

শুক্রবার ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে নিচের সারির দল উদিনেসকে আতিথিয়েতা জানায় জুভেন্টাস। তবে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা স্বাগতিকরা ম্যাচের মাত্র ১১ মিনিটেই লিড পায়।

আলেক্স সান্দ্রোর ক্রস থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন মইসো কিয়েন।  

বিরতির আগে ৩৯ মিনিটে এই ইতালিয়ান র্স্ট্রাইকারই নিজের জোড়া গোল পূর্ণ করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। প্রায় একক পারফরম্যান্সে প্রতিপক্ষের গোলকিপার মুসোকে বোকা বানিয়ে গোলটি করেন তিনি।  

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় জুভেন্টাস। ফল পেতে বেশি দেরি করতে হয়নি তাদের। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন এমরি চান। সফরকারীদের অপুকু নিজেদের বক্সে কিয়েনকে ফেলে দিলে পেনাল্টির বাশি বাজান রেফারি।  

চার মিনিট পর উদিনেসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্লেসি মাতুইদি। বেনতানকুরের পাসে হেড থেকে গোলটি করেন এই ফরাসি তারকা।

যদিও উদিনেসের লাসাগনা ৮৪ মিনিটে একটি গোল শোধ দেন। তবে এটি শুধু ম্যাচের ব্যবধানই কমিয়েছে।  

লিগে দ্বিতীয়স্থানে থাকা নাপোলি থেকে ১৯ পয়েন্ট এগিয়ে ২৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে জুভেন্টাস।  

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।