ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালকে ভালোবাসেন বলেই জিদানের ফেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
রিয়ালকে ভালোবাসেন বলেই জিদানের ফেরা সংবাদ সম্মেলনে জিদান। ছবি: সংগৃহীত

রিয়াল-জিদান, নাটকের এক পূর্ণ মঞ্চ। এলেন, দেখলেন, জয় করলেন। কিছুটা অভিমান করে চলেও গেলেন। তবে বেশি দিন নয়, ৯ মাস পর ফের রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিলেন। আর ফিরে এসে জানিয়ে দিলেন, রিয়ালকে ভালোবাসেন বলেই তার ফেরা।

স্প্যানিশ জায়ান্ট দল রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে ২০২২ সাল পর্যন্ত কোচের দায়িত্বে থাকবেন ফ্রেঞ্চম্যান জিদান। দায়িত্ব কাঁধে নেওয়ার পর সংবাদ সম্মেলনে তার সঙ্গী ছিলেন সাবেক ক্লাব সতীর্থ রাউল গঞ্জালেস, রবার্টো কার্লোস, বোর্ড পরিচালক ও স্ত্রী ভেরোনিক।

আরও পড়ুন...ফের রিয়ালের কোচ জিদান

শুরুতেই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘এটা নতুন একটি শুরু, নতুন যুগের শুরুতে আমাদের পথ দেখানোর দায়িত্বে জিনেদিন জিদান। বিশ্বের সেরা কোচটি এখানে, ধন্যবাদ জিজু (জিদানের ডাকনাম) তোমাকে কিংবদন্তি এই ক্লাবের অংশ হওয়ার জন্য। ’

এরপরেই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া জিদান বলেন, ‘আমি জানি এটা একটা বিশেষ দিন, সবার জন্য, আমি খুবই খুশি। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেসিডেন্ট বলেছেন আমি ফেরায় তিনি খুশি। আসলে আর কিছুই বলার নেই, আমি ফিরতে পেরে দারুণ খুশি এবং আমি কাজ করতে চাই ও এই ক্লাব যেখানের যোগ্য আমি তাদের সেখানে নিতে চাই। কাল থেকেই আমি অনুশীলনে নজর দিচ্ছি। ’

গত গ্রীষ্মে দল ছেড়ে দেওয়ার পরও অবশ্য জিদান স্পেন ছাড়েননি। তিনি যোগ করেন, ‘আমি খুব বেশি দূরে যাইনি, আমি এখনও এখানেই আছি। তবে এই ক্লাব ও স্কোয়াডের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি। ’

এদিকে রিয়াল কেন ছেড়েছিলেন, এমনটি জানতে চাওয়া হলে জিদান বলেন, ‘আমি ক্লাবের ভালোর জন্য ছেড়েছিলাম। সবকিছু জয়ের পর স্কোয়াডে একটি পরিবর্তন দরকার ছিল। ’

জিদানের ফিরে আসার কারণ কি? তিনি যোগ করেন, ‘আমি ফিরে এসেছি কারণ প্রেসিডেন্ট আমাকে ফোন করেছেন এবং আমি তাকে ও এই ক্লাবকে ভালোবাসি। আট মাস পরে আমি আবারও কোচ হতে চেয়েছি। আমি এই সিদ্ধান্ত নিয়েছি সবার ভালোর জন্য। ’

ফিরে এসে খুব দ্রুতই দলের কাজে নেমে পড়ছেন জিদান। আগামী শনিবারই লিগের ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে তার দল রিয়াল।

এই মৌসুমে অবশ্য রিয়ালের আর কোনো শিরোপার আশা নেই। ইতোমধ্যে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে গ্যালাকটিকোরা। লিগে বার্সেলোনা থেকে ১২ পয়েন্ট পিছিয়ে থাকায় এখানেও কোনো ফলাফল আশা করাটা ভুল। তবে জিদান এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে ইতিবাচক ফলাফল দিয়ে সামনের মৌসুমের জন্য রিয়ালকে প্রস্তুতির কাজে নেমে পড়বেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।