ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ নারী দলকে লা লিগার শুভেচ্ছা বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
বাংলাদেশ নারী দলকে লা লিগার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাংলানিউজ

বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের নারী দল ঠিক যতটা সফল, তার উল্টো চিত্রই দেখা যায় জাতীয় দলে। তবে বর্তমান জাতীয় দলের বেশিরভাগ সদস্যই উঠে এসেছে সেই বয়সভিত্তিক দল থেকেই।

আগের চারটি সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র একটি ফাইনালে খেলতে পারা জাতীয় নারী দল শুরু করেছে পঞ্চম আসরের যাত্রা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সোয়া ৩টায় ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল।

আর এই দলকে শুভকামনা ও প্রেরণা জানিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ আয়োজন লা লিগা।

লা লিগার শুভেচ্ছা।                                          ছবি: সংগৃহীত

এদিন বাংলাদেশ দল মাঠে নামার আগেই, লা লিগা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভ্যারিফাইড পেজে একটি পোস্ট দেয়। সেখানে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে তারা লেখে, ‘বাংলাদেশের অসামান্য নারী ফুটবল দলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তাদের সাহসকে সম্মান জানাই। শুভ কামনা রইলো। ’

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।