ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালে দ্বিতীয় মেয়াদ জয়ে শুরু জিদানের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
রিয়ালে দ্বিতীয় মেয়াদ জয়ে শুরু জিদানের রিয়ালে দ্বিতীয় মেয়াদ জয়ে শুরু জিদানের

ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব গ্রহণ করে দলকে জেতালেন জিনেদিন জিদান। লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

ফলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে টানা চার ম্যাচ হারের পর জয় তুলে নিল গ্যালাকটিকোরা। দলের হয়ে একটি করে গোল করেন ইসকো ও গ্যারেথ বেল।

 

যদিও প্রথমার্ধে কোনো গোল পায়নি রিয়াল। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় দলটি। এরই ধারাবাহিকতায় ৬২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে স্বাগতিকদের লিড পাইয়ে দেন ইসকো। আর ৭৭ মিনিটে মার্সেলোর পাস থেকে ব্যাবধান দ্বিগুন করে জয় নিশ্চিত করেন বেল।

এ জয়ে ২৮ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৯
এমএমএস/পিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।