ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

হেরেই গেল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
হেরেই গেল চেলসি ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় লেগে হেরেই বসেছে চেলসি। নিজেদের মাঠে রোববার (১৭ মার্চ) ২-০ গোলে এভারটনের বিপক্ষে হেরে যায় চেলসি।

যদিও প্রথমার্ধের অধিকাংশ সময় বল নিজেদের দখলেই রাখে চেলসি। তবে একাধিকবার সহজ সুযোগ হারানোয় গোল পাওয়া হয়নি দলটির।

  

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক কালভার্ট-লুইনের হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক কিন্তু তাতে দল বিপদমুক্ত হয়নি। পাল্টা হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসন। ৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে এভারটন।

৩০ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চেলসি। ৪০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠেছে এভারটন।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।