ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

অশালীন উদযাপনে শাস্তির মুখোমুখি রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
অশালীন উদযাপনে শাস্তির মুখোমুখি রোনালদো দলকে জিতিয়ে এমন উদযাপনে মাতেন রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো শাস্তির মুখোমুখি হচ্ছেন, এমনটি আগেই জানা গিয়েছিল। অপেক্ষাটা যেন শুধু দিন, তারিখের। অবশেষে তেমন কিছুরই ঘোষণা পাওয়া গেল। অশালীন উদযাপনের দায়ে উয়েফা কতৃক দণ্ডিত হচ্ছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ঘটনা। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে বড় চ্যালেঞ্জের সামনেই নেমেছিল জুভেন্টাস।

কেননা প্রথম লেগে ২-০ গোলে হেরে যায় ইতালিয়ান জায়ান্টরা। তবে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলে জিতিয়ে আসরের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান রোনালদো।

অসাধারণ পারফরম্যান্স করে গ্যালারিতে থাকা দর্শকদের দিকে ফিরে অশোভন উদযাপনে মেতে উঠেন রোনালদো। তিনি মূলত আগের লেগে জয় পাওয়া অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমিওনের উদযাপনেরই নকল করেন।

এদিকে উয়েফার আচরণবিধির নিয়ম ভাঙায় ব্যাপারটি ভালো চোখে নেয়নি ইউরোপিয়ান সর্বোচ্চ ফুটবল সংস্থাটি। তারা ২১ মার্চ এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেবে।

এর আগে একই কায়দায় উদযাপন করে অ্যাতলেটিকো কোচ সিমিওন ২০ হাজার ইউরো জরিমানা গুনেছিলেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।