বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনালে বিইউ অ্যালামনাই ৩-১ গোলে আইন বিভাগের দল লার্নার-১১’কে পরাজিত করে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বিজয়ী দলের পক্ষে প্রিন্স ২টি ও পিয়াস ১টি করে গোল করেন।
খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য জনাব কামরুল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক (টেকনিক্যাল) কাজী তাইফ সাদাত, রেজিস্ট্রার ব্রিগে. জে. মোঃ মাহবুবুল হক (অব:), অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া, সিএসই বিভাগের চেয়ারম্যান এবং টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ সাদিক ইকবাল সহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালভাবে পড়ালেখা করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। আর সেজন্য দরকার হয় শরীর চর্চার। আর ফুটবল সে কাজটি করে। বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা দেশের খেলাধুলার উন্নয়নে যে অবদান রেখে চলেছে তা উল্লেখযোগ্য।
প্রসঙ্গত, বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্টস কমিউনিটি (বিইউএসসি) যৌথ ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী এ টুর্নামেন্টে বিইউ অ্যালামনাই সহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের মোট ১২টি দল অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
ইউবি