ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
এবার তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন মেসি মেসি। ছবি-সংগৃহীত

এর আগে কোপা আমেরিকার রেফারিং ও কর্তৃপক্ষের সমালোচনা করে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানার কবলে পড়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এবার আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন মেসি।

তিন মাসের এই নিষেধাজ্ঞার সঙ্গে ৫০ হাজার ইউএস ডলার জরিমানাও করা হয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমিবল এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে।

 

এই নিষেধাজ্ঞার কবলে পড়ে মেসিকে মাঠের বাইরেই কাটাতে হবে তিনটি ফ্রেন্ডলি ম্যাচে। ম্যাচগুলো আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে চিলি, জার্মানি ও মেক্সিকোর বিপক্ষে রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে কনবিলমকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করায় এই শাস্তি দেওয়া হয়েছে মেসিকে। তবে কনবিলমের এ রায়ের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে আপিল করতে পারবেন মেসি।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।