ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সা ছেড়ে জেনিতে পাড়ি দিলেন ম্যালকম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
বার্সা ছেড়ে জেনিতে পাড়ি দিলেন ম্যালকম ছবি:সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জেনিত সেন্ট পিটার্সবার্গে যোগ দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যালকম। এক বছরের মাথায় এই তরুণ তারকাকে বেচে দেওয়া বার্সা অথচ এক প্রকারের ছিনতাই করেই তাকে দলে ভিড়িয়েছিল।

ফ্রেঞ্চ ক্লাব বোর্দো থেকে বার্সায় আসা ২২ বছর বয়সী ম্যালকম কাতালানদের হয়ে ২৪ ম্যাচ খেলে চারটি গোল করেছেন। তবে রাশিয়ান ক্লাবের সঙ্গে এবার তিন বছরের চুক্তি করেছেন তিনি।

প্রাথমিকভাবে ৪০ মিলিয়নের চুক্তি করলেও শর্ত অনুযায়ী ৫ মিলিয়ন বাড়তে পারে বলে সংবাদমাধ্যমগুলো জানায়।

২০১৮ সালে প্রথমবার ব্রাজিল জাতীয় দলে ডাক পান ম্যালকম। তবে ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে এখনও তার অভিষেক হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।