ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারকে ধাক্কা মেরে বের করে দিলেন এমবাপ্পে! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
নেইমারকে ধাক্কা মেরে বের করে দিলেন এমবাপ্পে!  নেইমারকে ধাক্কা দিয়ে ফটোসেশন থেকে বের করে দিচ্ছেন এমবাপ্পে: ছবি-সংগৃহীত

পিএসজির সঙ্গে সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না নেইমারের। পার্ক দে প্রিন্সেস ছেড়ে পুরোনো ঠিকানা বার্সেলোনায় যাওয়া নিয়ে পিএসজির সঙ্গে মতানৈক্য চলছে তার। এর মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে গণ্ডগোল লেগেছে কিলিয়ান এমবাপ্পের। তবে ঘটনাটি আদৌ সত্য কিনা তা সময় বলে দেবে।

এরইমধ্যে গণমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে যা দেখে ধারণা করা হচ্ছে, সম্পর্কের ফাটল ধরেছে দুই সতীর্থ নেইমার-এমবাপ্পের মধ্যে।

শনিবার (০৩ আগস্ট) চীনে, রেনেকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতেছে পিএসজি।

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি হাতে গ্রুপ ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিল টমাস টুখেলের শিষ্যরা। কিন্তু হঠাৎ দেখা যায়, ফটোসেশন থেকে এমবাপ্পে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন নেইমারকে। যেন তাদের বিজয়ের মুহূর্তে সঙ্গী করতে চাচ্ছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

দুই বন্ধুর সম্পর্কের অবনতি ঘটা অসম্ভব কিছু নয়। কারণ পিএসজি ছেড়ে ক্যাম্প ন্যুয়ে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন নেইমার। অথচ ২৭ বছর বয়সী তারকাকে ফ্রান্সে থাকার জন্য বারবার অনুরোধ করে যাচ্ছেন এমবাপ্পে। কিন্তু তাতেও নাছোড়বান্দা নেইমার। হয়তো ফরাসি ফরোয়ার্ড তারই শোধ তুলেছেন।

রেনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে গোল করেছেন আনহেল ডি মারিয়া ও এমবাপ্পে। ছিলেন না নেইমার। গত মৌসুমে কোপা দে ফ্রান্সের ফাইনালে রেনের কাছে আত্মসমর্পণের ম্যাচে এক সমর্থকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নিষিদ্ধ হন তিনি। যার ফলে এবার স্কোয়াডে ছিলেন না।

কিন্তু গলায় মেডেল পরে এমবাপ্পে-ভেরাত্তিদের পাশে দাঁড়াতে গেলে বাঁধে বিপত্তি। এমবাপ্পে তাকে ধাক্কা দিয়ে বের করে দেন শিরোপা উদযাপনের ফটোসেশন থেকে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।