ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার হয়ে সব শিরোপাই জিততে চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
বার্সার হয়ে সব শিরোপাই জিততে চান মেসি ছবি:সংগৃহীত

গত মৌসুমে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে ছিল বার্সেলোনা। তবে কপাল এতই খারাপ যে শেষ পর্যন্ত কোনোরকমে লিগ শিরোপা ঘরে তোলে দলটি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও কোপা দেল রে’র ফাইনাল থেকে ছিটকে যায় কাতালানরা। কিন্তু আসছে মৌসুমে স্প্যানিশ জায়ন্টদের হয়ে সবকিছুই জিততে চান দলের সেরা তারকা লিওনেল মেসি।

ঘরোয়া লিগে সাম্প্রতিক বছরগুলোতে এমনিতেই দাপট ছিল বার্সার। তবে মূলত ইউরোপিয়ান আসরেই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেছে না।

তাইতো সমর্থকরাও এনিয়ে বেশ বিরক্ত।

এ প্রসঙ্গে মেসি বলেন, ‘গত মৌসুমের মতো এবারও বলবো, একসঙ্গে আমরা সবকিছুর জন্য লড়াই করবো। লিগ অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ১১ বছরের মধ্যে ৮বার জেতাটা যেকোনো ক্লাবের কাছেই দারুণ ব্যাপার। আমরা নতুন ধারণা ও উদ্যম নিয়ে শুরু করবো। ’

এদিকে মৌসুমের শুরুতেই জোয়ান গাম্পের ট্রফি ঘরে তুলেছে বার্সা। আর্সেনালকে ২-১ গোলে হারায় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। যদিও এ ম্যাচে ছিলেন না মেসি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।