ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

ডান পায়ের ইনজুরিতে মেসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ডান পায়ের ইনজুরিতে মেসি  চোটে পড়েছেন মেসি: ছবি-সংগৃহীত

ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। যার কারণে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া হচ্ছে না এই ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের।

গ্রীষ্মের ছুটি কাটিয়ে সোমবার (০৫ আগস্ট) ক্যাম্প ন্যু’য়ের অনুশীলনে যোগ দেন মেসি। কিন্তু অনুশীলনে ডান পায়ে চোট অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হোন তিনি।

অবশ্য পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন, মেসির চোট তেমন গুরুতর নয়। গ্রেড ওয়ান পর্যায়ে আছে অার্জেন্টাইন ফরোয়ার্ডের চোট।

লা লিগার নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। তবে চোটের কারণে দলের সঙ্গে যাচ্ছেন না মেসি। ক্যাম্প ন্যুয়ে থাকছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।