ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

শেখ কামাল ক্লাব কাপের খেলা অক্টোবরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
শেখ কামাল ক্লাব কাপের খেলা অক্টোবরে মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে তরফদার মো. রুহুল আমিনের আলোচনা।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় আসর উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে আয়োজক চট্টগ্রাম আবাহনী।

আটটি দল নিয়ে অক্টোবরের ৩য় সপ্তাহে খেলা আয়োজনের লক্ষে চলছে আলোচনা।

বাংলাদেশের তিনটি ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা ও চট্টগ্রাম আবাহনী, ভারতের মোহনবাগান ও ইস্ট বেঙ্গল এবং আরও তিনটি বিদেশী দল নিয়ে বসতে পারে এবারের আসর।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার মো. রুহুল আমিন বাংলানিউজকে জানিয়েছেন, শুক্রবার (৯ আগস্ট) ভারতের ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। মোহনবাগান এই টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছে।

শনিবার (১০ আগস্ট) ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে এ টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে আলোচনা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।