ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

চেলসিকে বিধ্বস্ত করল ম্যানইউ, জয় পেল আর্সেনালও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
চেলসিকে বিধ্বস্ত করল ম্যানইউ, জয় পেল আর্সেনালও চেলসিকে বিধ্বস্ত করল ম্যানইউ-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চেলসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে জয়ে শুরু করেছে আর্সেনালও। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে গানাররা।

রোববার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর হয়ে দুই অর্ধে দুটি গোল করেন মার্কাস রাশফোর্ড। এছাড়া ৬৫ মিনিটে অ্যান্তোনি মার্শাল ও ৮১ মিনিটে ড্যানিয়েল জেমস আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করেন।

চেলসির কোচ হিসেবে নিজের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে শুরুটা তাই বাজেই হলো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের।

এদিকে নিউক্যাসেলের মাঠ সেন্ট জেমস পার্কে আতিথেয়তা নিয়ে জয় তুলে নিয়েছে আর্সেনাল। পিয়েরি-এমরিক আউবামেয়াংয়ের একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।