ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

ঈদের শুভেচ্ছা জানাল মেসিদের স্প্যানিশ লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
ঈদের শুভেচ্ছা জানাল মেসিদের স্প্যানিশ লিগ ছবি:সংগৃহীত

বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোতে পালিত হচ্ছে ঈদুল আজহা। গতকালও বেশ কয়েকটি দেশে উদযাপিত হয়েছিল মুসলিম ধর্মের এই উৎসবটি। এই আয়োজনকে ঘিরে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, প্রতিষ্ঠান ও সংস্থাগুলো ঈদ বিনিময় করছে। এবার স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লা লিগা অফিসিয়ালি ঈদের শুভেচ্ছা জানাল।

এ নিয়ে লা লিগা ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে। যেখানে লিগের লোগোর পাশাপাশি একটি মসজিদের গম্বুজের ছবি রয়েছে।

ছবির ক্যাপশনে লেখা, ঈদুল আজহা মোবারক যারা পালন করছে, তাদের সবাইকে লা লিগা শুভেচ্ছা জানাচ্ছে।

বিশ্বব্যাপী লা লিগাকে আরও বেশি জনপ্রিয় করতে গত কয়েকবছর ধরে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত উৎসবে নিজেদের সামিল করেছে এর কর্তৃপক্ষ। আসরটি বাংলাদেশের বিজয় দিবস ও স্বাধীনতা দিবসেও স্মরণ করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।