ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

মেসির ‘কম আলোচিত’ কিছু অসাধারণ রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
মেসির ‘কম আলোচিত’ কিছু অসাধারণ রেকর্ড লিওনেল মেসি-ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে অগণিত রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। কিন্তু তার এমন কিছু রেকর্ড আছে যা তেমন আলোচিত হয়নি। তবে রেকর্ড হিসেবে এগুলো কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়।

মেসির কিছু অসাধারণ রেকর্ড আছে, যা আগে তেমন নজর কাড়তে পারেনি। তেমনই কিছু রেকর্ড এখানে তুলে ধরা হলো-

-    একুশ শতকে বদলি খেলোয়াড় হিসেবে লা লিগায় সবচেয়ে বেশি গোল করেছেন মেসি।

বদলি হিসেবে ম্যাচ প্রতি তার গোল (০.৪৬) এমনকি অনেক প্রথম সারির খেলোয়াড়ের গোল গড়ের চেয়েও বেশি।
-    গত ৪ বছরে যেকোনো ক্লাবের চেয়ে বেশি ফ্রি-কিক গোল করেছেন মেসি।
-    কোপা আমেরিকার ইতিহাসে বদলি হিসেবে নেমে সবচেয়ে বেশি গোলের মালিক তিনি।
-    বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি (৬) অ্যাসিস্ট তার।
-    লা লিগায় ৪০০ গোল করা প্রথম খেলোয়াড় মেসি।
-    লা লিগায় মেসির গোলসংখ্যা ৪১৯টি, দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ১০৮ গোল বেশি।
-    লা লিগায় সবচেয়ে বেশি (১৬২টি) অ্যাসিস্ট মেসির।  
-    এক মৌসুমের সব প্রতিযোগিতায় গোল ও অ্যাসিস্ট করার অসাধারণ কীর্তি আছে শুধু মেসির দখলে।
-    লা লিগায় টানা প্রতি মৌসুমে কমপক্ষে ১ গোল করার রেকর্ডে মেসির আগে নেই কেউই।
-    লিগ মৌসুমের দ্বিতীয় ভাগে সবচেয়ে বেশি গোল: ২৮ গোল (২০১১/১২ মৌসুমে))
-    লা লিগায় জোড়া গোল করার রেকর্ডে মেসি সবার শীর্ষে।
-    নন-স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি (১০টি) শিরোপা ঘরে তুলেছেন মেসি।
-    ২০০৮/০৯ মৌসুমে শুরু হওয়ার পর থেকে লা লিগার সেরা খেলোয়াড় হিসেবে ৯বার ও সেরা ফরোয়ার্ড হিসেবে ১০বার সর্বোচ্চ ভোট পেয়েছেন।
-    ফ্রি-কিক থেকে রেকর্ড ৫০ গোলের মালিক হয়েছেন মেসি।
-    ক্লাব বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি গোল (৪)। এই রেকর্ডে মেসির সঙ্গী রোনালদো।
-    টানা ২১ ম্যাচে গোল (৩৩) করার অনন্য কীর্তি।
-    সবচেয়ে কম বয়সে ২, ৩, ৪, ৫ ব্যালন ডি অ’র জয়ের রেকর্ড।
-    চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৫ গোল করা প্রথম খেলোয়াড়।
-    ইউরোপের ২৩টি ভিন্ন ভিন্ন শহরে গোল করা একমাত্র খেলোয়াড়।
-    লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষ গোলদাতা (২১ গোল)। এই রেকর্ডে তার সঙ্গী লুইস সুয়ারেস।
-    লাতিন আমারিকার ৯ দেশের বিপক্ষে গোল করা একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড়।
-    বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে সবচেয়ে বেশি গোল (১০)।
-    জাতীয় দলের হয়ে এক বছরে (২০১২ সালে) সবচেয়ে বেশি গোল (১২টি)। এই রেকর্ডে তার সঙ্গী স্বদেশী গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
-    বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে কম বয়সে (১৮ বছর ৩৫৭ দিন) গোলের মালিক।
-    লাতিন আমেরিকার ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সে (২৭ বছর, ৩৬১ দিন) ১০০ ম্যাচ খেলার রেকর্ড।

প্রাক-মৌসুম প্রস্তুতির ঠিক পূর্ব মুহূর্তে ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে মেসিকে। এরপর মাঠে ফেরার পর তার ফুটবল জাদুতে তেমন একটা ভাঁটা পড়েনি। তবে এখনও আগের মৌসুমের ফর্মে ফিরতে পারেননি তিনি। এরইমধ্যে আগের মৌসুমের অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ইউরোপিয়ান গোল্ডেন শু আর ফিফা’র বর্ষসেরা পুরস্কার ঘরে তুলেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।