ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

সফল অস্ত্রোপচার হয়েছে আন্দ্রে গোমেজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
সফল অস্ত্রোপচার হয়েছে আন্দ্রে গোমেজের ভাঙা পা নিয়ে ব্যথায় কাতরাচ্ছেন গোমেজ: ছবি-সংগৃহীত

আন্দ্রে গোমেজের ভাঙা পা যে দেখেছে সেই আঁতকে ওঠেছিল। অনেকে ভেবেছেন, পর্তুগিজ মিডফিল্ডারের হয়তো ফুটবল ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে। তবে আশার কথা, গোমেজকে নিয়ে পজিটিভ তার ক্লাব এভারটন। সোমবার (০৪ নভেম্বর) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে পর্তুগিজ মিডফিল্ডারের। 

রোববার (০২ নভেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে গুডিসন পার্কে টটেনহামের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান গোমেজ। স্পার্সদের বিপক্ষে ৭৮ মিনিটে আক্রমণে ওঠার সময় সের্গে অরিয়েরের সঙ্গে ধাক্কা লাগে সাবেক এই বার্সেলোনা তারকার।

পরে কোরিয়ান ফরোয়ার্ড সন হিয়ুং মিনের পায়ের সঙ্গে গিয়ে লাগে গোমেজের পা।

গোমেজের চোটের পর কাঁদছেন সন মিন: ছবি-সংগৃহীত সন ব্যথা পেয়ে ওঠে দাঁড়াতে পারলেও গোমেজ আর ওঠে দাঁড়াতে পারেননি। কিছুক্ষণ পর দেখা যায় দু’টুকরো হয়ে গেছে পর্তুগিজ মিডফিল্ডারের পা।

এমন দৃশ্য দেখে সতীর্থরা তো বটে, কান্নায় ভেঙে পড়েন সন মিনও। উল্টে যাওয়া পা ধরে ব্যথায় চিৎকার করতে থাকেন গোমেজ। পরে স্ট্রেচারে করে দ্রুত এইনট্রি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত কিছুদিন হাসপাতালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে ২৬ বছর বয়সী মিডফিল্ডারকে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।