ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

শেষ সময়ে জিতলো তুরিনের বুড়িরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
শেষ সময়ে জিতলো তুরিনের বুড়িরা শেষ সময়ে জিতলো তুরিনের বুড়িরা

রাশিয়ান ক্লাব লোকোমোতিভ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেমেছিল জুভেন্টাস। রুশ ক্লাবটির ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে শেষ সময়ের গোলে জয় পেয়েছে তুরিনের বুড়ি খ্যাত জুভেন্টাস। যোগ করা অতিরিক্ত সময়ের গোলে ইতালির জায়ান্ট জুভিরা ২-১ গোলের জয় তুলে নিয়েছে।

প্রথম দেখায় নিজেদের মাঠে দলটিকে একই ব্যবধানে হারিয়েছিল মাওরিসিও সারির দল। এবার মস্কোর মাঠে আতিথ্য নেওয়া জুভেন্টাস ম্যাচের শুরুতেই লিড নেয়।

তবে, স্বাগতিকরা খুব বেশি দেরি করেনি ম্যাচে ফিরতে। গ্যালারির দর্শক যখন চেয়ার ছাড়ছেন ড্র ম্যাচের স্বাদ নিয়ে, ঠিক তখনি জুভিদের জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা দগলাস কস্তা। অসাধারণ এক গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের এনে দেন নাটকীয় জয়।

ম্যাচের তৃতীয় মিনিটে লিড নেয় জুভিরা। অতিথিদের এগিয়ে নেন অ্যারন রামসে। রোনালদো নেওয়া ফ্রি-কিক ক্লিয়ার করতে পারেননি স্বাগতিক গোলরক্ষক গিলেরমো। বল যখন গোললাইন অতিক্রম করছে তখনি আলতো টোকা দিয়ে রোনালদোর গোলে ভাগ বসান রামসে। ১২ মিনিটের মাথায় আলেকসেই মিরানচুকের হেডে সমতায় ফেরে মস্কো। ৩৩তম মিনিটে সামি খেদিরার বাড়ানো বলে গঞ্জালো হিগুয়েন জোরালো শট নিলেও সেটি রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।

বিরতির আগে আর কোনো দল গোলের দেখা পায়নি। বিরতির পর ৯০ মিনিটেও গোল পায়নি কেউ। যোগ করা অতিরিক্ত সময়ে ব্রাজিল তারকা কস্তা (৯৩ মিনিট) গোল করলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এই জয়ে গ্রুপ ‘ডি’তে থাকা জুভেন্টাস চার ম্যাচের তিনটিতে জয় আর একটিতে ড্র নিয়ে সংগ্রহে রাখলো ১০ পয়েন্ট। চার ম্যাচের একটিতে জেতা লোকোমোতিভ মস্কোর সংগ্রহ ৩ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।