ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

দেম্বেলে-উমতিতি নেই বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
দেম্বেলে-উমতিতি নেই বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে দেম্বেলে-উমতিতি

২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বার্সেলোনার তরুণ তারকা উসমান দেম্বেলেকে ছাড়াই আগামী দুই ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

আগামী ১৪ নভেম্বর মলদোভা আর ১৭ নভেম্বর আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি বার্সায় খেলা দেম্বেলের।

স্কোয়াডে রাখা হয়নি দেম্বেলের ক্লাব সতীর্থ স্যামুয়েল উমতিতির।

দেম্বেলে-উমতিতি না থাকলেও বার্সার আরেক তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান জায়গা পেয়েছেন ফরাসি স্কোয়াডে। স্প্যানিশ লা লিগায় খেলা আরও পাঁচ জন ফুটবলার সুযোগ পেয়েছেন দেশমের স্কোয়াডে। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আলফোনস আরিওলা, রাফায়েল ভারানে, বার্সার ক্লেমেন্ত লেংলে, অ্যাতলেতিকো মাদ্রিদের থমাস লেমার আর রিয়াল বেতিসের নাবিল ফেকিরদের জায়গা দিয়েছেন ফরাসি কোচ দেশম।

ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: আলফোনস আরিওলা (রিয়াল মাদ্রিদ), মাইক মাইগানান (লিল) এবং স্টিভ মান্ডান্দা (মার্সেই)
ডিফেন্ডার: লুকাস ডিগনে (এভারটন), লিও ডুবুইস (লিও), কিম্পেম্বে (প্যারিস সেন্ট-জার্মেইন), ক্লেমেন্ত লেংলে (বার্সেলোনা), বেঞ্জামিন মেন্ডি (ম্যানচেস্টার সিটি), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ) এবং কার্ট জোউমা (চেলসি)
মিডফিল্ডার: এনগোলো কান্তে (চেলসি), ব্লেইস মাতুইদি (জুভেন্টাস), টাঙ্গুয় নডম্বেলে (টটেনহ্যাম), মৌসা সিসোকো (টটেনহ্যাম) এবং কোরেন্টিন তোলিসো (বায়ার্ন মিউনিখ)
ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদার (মোনাকো), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), নাবিল ফেকির (রিয়াল বেতিস), অলিভিয়ার জিরুদ (চেলসি), অ্যান্তোনিও গ্রিজম্যান (বার্সেলোনা), থমাস লেমার (অ্যাতলেতিকো মাদ্রিদ) এবং কাইলিয়ান এমবাপে (প্যারিস সেন্ট-জার্মেইন)।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।