ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

দুঃসময়ে বার্সা প্রেসিডেন্টকে পাশে পাচ্ছেন কোচ ভালভার্দে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
দুঃসময়ে বার্সা প্রেসিডেন্টকে পাশে পাচ্ছেন কোচ ভালভার্দে বার্সা কোচ ভালভার্দে এবং প্রেসিডেন্ট বার্তেমেউ: ছবি-সংগৃহীত

লা লিগায় লেভান্তের বিপক্ষে হার এবং চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ড্রয়ের পর কোচ আরনেস্তো ভালভার্দে সরাও দাবিটা জোর হয়ে ওঠেছিল বার্সেলোনা সমর্থকদের কাছে। তবে স্প্যানিশ কোচ নিশ্চিন্ত থাকতে পারেন তার চাকরি নিয়ে। 

কারণ এমন একজনকে তিনি পাশে পাচ্ছেন যিনি ক্যাম্প ন্যুয়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিযা বার্তেমেউ পাশে আছেন ভালভার্দের।

 

বার্সা প্রেসিডেন্ট ভালভার্দেকে নিয়ে দীর্ঘ সময়ের পরিককল্পনা করছেন এবং সাম্প্রতিক সময়ে খারাপ ফলাফলের জন্য চিন্তা করছেন না বলে জানিয়েছেন। বার্তেমেউ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘এই মৌসুমে আমরা তরুণ খেলোয়াড়দের নিয়ে এসেছি। এই যুগের মধ্য দিয়ে যাওয়ার জন্য যাদের উচিৎ আমাদের সাহায্য করা। ’ 

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি ভালভার্দে বার্সার এই প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আদর্শ কোচ। ’ 

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।