ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

মেসি-রোনালদোকে ডিঙিয়ে হালান্ডের অনন্য রেকর্ড 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
মেসি-রোনালদোকে ডিঙিয়ে হালান্ডের অনন্য রেকর্ড  হালান্ড

বয়স মাত্র ১৯ বছর। এই অল্প বয়সেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্লিং ব্রাউট হালান্ড। অনেকের কাছে নামটা অপরিচিত লাগতে পারে। তবে যারা নিয়মিত চ্যাম্পিয়নস লিগ ফুটবল দেখেন, তারা এতক্ষণে বুঝে গেছেন হালান্ড কেমন ফুটবলার।

অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গের হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে নেমেছেন এই কিশোর। তাতেই লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের মতো তারকাদের রেকর্ড ভেঙে দিচ্ছেন হালান্ড।

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রেকর্ড বইয়ে আরেকবার নাম লেখালেন তিনি। হালান্ডই প্রথম কোনো কিশোর যে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা ৫ ম্যাচে গোল করলেন।

অথচ চ্যাম্পিয়নস লিগে রোনালদো গোল পেয়েছিলেন ২২ বছর বয়সে। অন্যদিকে মাত্র ১৭ বছরে অভিষেক হওয়া মেসিকেও অপেক্ষা করতে হয়েছে অনেক বছর।

চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে বেলজিয়ান ক্লাব গেঙ্কের মাঠে মুখোমুখি হয় সালজবার্গ। সেই ম্যাচে মাত্র ২৮ মিনিটের মতো খেলার সুযোগ পেয়েছিলেন ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার। ৮৭ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন হালান্ড। তাতে ৪-১ গোলের জয় নিয়ে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রেখে মাঠ ছাড়ে সালজবার্গ।

এর আগে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচে এই গেঙ্কের বিপক্ষে হ্যাটট্রিক করেন হালান্ড। ইতোমধ্যে ৫ ম্যাচে ৮ গোল করে চলতি চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ১০ গোল করে শীর্ষে বায়ার্ন মিউনিখের পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডভস্কি। হালান্ডের অন্য চার গোলের মধ্যে লিভারপুলের বিপক্ষে একটি এবং নাপোলির বিপক্ষে দুই ম্যাচে আছে ৩ গোল।

হালান্ডের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ডও। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৬ ম্যাচে ৬ গোল করার রেকর্ড আছে কেবল রোনালদোর। পরের ম্যাচে লিভারপুলের বিপক্ষে যদি গোল পান তবে পর্তুগিজ উইঙ্গারের আসনে ভাগ বসাবে বিশ্ব ফুটবলের এই উঠতি তারকা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।