ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

বার্সায় আনসু ফাতির রিলিজ ক্লজ ১৭০ মিলিয়ন ইউরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বার্সায় আনসু ফাতির রিলিজ ক্লজ ১৭০ মিলিয়ন ইউরো আনসু ফাতি/ছবি: সংগৃহীত

তরুণ প্রতিভা আনসু ফাতির সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। এই চুক্তি অনুসারে ফাতির জন্য ১৭০ মিলিয়ন ইউরো বাইআউট রিলিজ ক্লজ নির্ধারণ করেছে কাতালান জায়ান্টরা।

ফাতির সঙ্গে চুক্তির মেয়াদ অবশ্য ২০২২ সাল পর্যন্তই থাকছে। তবে নতুন করে মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সুযোগ রাখার পাশপাশি বেতন-ভাতাও ক্রমান্বয়ে বাড়ানোর বিষয়টিও যুক্ত হয়েছে।

এর আগে গত জুনে স্বাক্ষরিত চুক্তিতে ফাতির রিলিজ ক্লজ রাখা হয়েছিল ১০০ মিলিয়ন ইউরো।

এর আগে বার্সার অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, মূল দলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ফাতির রিলিজ ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো নির্ধারণ করার কথা জানানো হয়েছিল। এরইমধ্যে বার্সার প্রথম দলের হয়ে ১১ ম্যাচে ৪০৮ মিনিট খেলে ওসাসুনা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোলও করেছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এদিকে স্পেনের নাগরিকত্ব পেয়ে গেছেন ফাতি। ফলে লা রোজাদের হয়ে খেলায় আর কোনো বাধা নেই তার। এরইমধ্যে স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে তার অভিষেকও হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।