ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

২০২৪ সাল পর্যন্ত লিভারপুলে ক্লপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
২০২৪ সাল পর্যন্ত লিভারপুলে ক্লপ ছবি: সংগৃহীত

লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন তাদের বর্তমান কোচ জার্গেন ক্লপ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত অ্যানফিল্ডের দলটির দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ।

এক বিবৃতিতে লিভারপুল জানায়, ক্লপের সহকারী হিসেবে পিটার ক্রাওয়েটজ এবং পেপজিন লেউন্ডার্সও থাকছেন।

​২০১৫ সালের ৮ অক্টোবর লিভারপুলের ম্যানেজার হিসেবে প্রাথমিকভাবে নিয়োগ পান ক্লপ।

তখন ৬ বছরের চুক্তি করেছিলেন ক্লপ। তার অধীনে প্রথম মৌসুমেই লিভারপুল লিগ কাপ এবং ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল।

ক্লপের অধীনে উড়ছে ইংলিশ জায়ান্টরা। ২০১৬-২০১৭ মৌসুমে চার মৌসুম পর লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগে তোলেন। সেবার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয় লিভারপুল। পরের মৌসুমে অর্থাৎ গত মৌসুমে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে ক্লপের শিষ্যরা। সেবার অলইংলিশ ফাইনালে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে হয়েছিল রানার্সআপ। ৯৭ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল লিভারপুল।

চলতি মৌসুমে লিগে দারুণ গতিতে ছুটছে ক্লপের লিভারপুল। এ মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।