ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আরও দুই বছর লিভারপুলে মিলনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
আরও দুই বছর লিভারপুলে মিলনার জেমস মিলনার

লিভারপুলের সঙ্গে আরো দুই বছরের চুক্তি বাড়াতে রাজি হয়েছেন জেমস মিলনার। ইংলিশ মিডফিল্ডার ২০২২ পর্যন্ত থাকবেন অ্যানফিল্ডে। 

৩৩ বছর বয়সী তারকা ফ্রি ট্রান্সফার ফি’তে ২০১৫ সালের জুনে ম্যানচেস্টার সিটি থেকে লিভারপুলে যোগ দেন। চলতি মৌসুম পযর্ন্ত মিলনারের সঙ্গে চুক্তি ছিল রেড ডেভিলদের।

তবে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে এখনই ছাড়তে রাজি নন কোচ ইয়ুর্গেন ক্লপ।  

লিভারপুলের জার্সিতে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মিলনার। গত আগস্টে জিতেছেন সুপার কাপ শিরোপা।  

চুক্তির মেয়াদ বাড়ানোর পর মিলনার বলেন, ‘লিভারপুল আমার জন্য নিঃসন্দেহে আদর্শ জায়গা, আমি এখানে থাকতে চাই এবং যতদিন পারি শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে যেতে চাই। ’ 

লিভারপুলের হয়ে ১৯৮ ম্যাচে ২৫ গোল করেছেন মিলনার এবং সব প্রতিযোগিতা মিলে পাঁচবার ফাইনাল খেলেছেন। এছাড়া চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ২১ ম্যাচ খেলেছেন এই ঝানু মিডফিল্ডার।  

২০০৯ সালে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় মিলনারের। ২০১৬ সালে অবসর নেওয়ার আগ পযর্ন্ত ইংলিশদের জার্সিতে ৬১ ম্যাচ খেলেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।