ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

ফুটবল

৬ মাসের জন্য ছিটকে গেলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
৬ মাসের জন্য ছিটকে গেলেন দেম্বেলে ওসমানে দেম্বেলে

চোটে পড়ে ছিটকে যাওয়া নতুন কোনো ঘটনা নয় ওসমানে দেম্বেলের জন্য। তবে এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার ফরাসি উইঙ্গারকে। চলতি মৌসুমে আর মাঠে দেখা যাবে না দেম্বেলেকে। গুরুতর হ্যামস্ট্রিং চোটের জন্য ৬ মাসের জন্য ছিটকে গেছেন ২২ বছর বয়সী তারকা। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্সেলোনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফিনল্যান্ডে দেম্বেলের অস্ত্রোপাচার হয়েছে জানায়।  

দেম্বেলে নতুন চোট পেয়েছেন গত সপ্তাহে, দলের সঙ্গে অনুশীলনের সময়।

এর আগে তিনি দীর্ঘদিন উরুর চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু ফেরার আগেই উল্টো আরেকবার চোট পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরেই চলে গেলেন।  

২০১৭ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সায় আসার পর থেকে দুই পায়ে বহুবার চোট পেয়েছেন দেম্বেলে। যার ফলে কাতালানদের হয়ে লা লিগায় মোট ৬৩ ম্যাচ মিস করেছেন তিনি। এই মৌসুমে তার মাঠে নামা হয়েছে মাত্র তিন ম্যাচে।  

২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপজয়ী ফ্রান্সের স্কোয়াডে ছিলেন দেম্বেলে। কিন্তু এবার চোটের কারণে ২০২০ ইউরো মিস করতে পারেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।