ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরল মোহামেডান, প্রথম জয় পুলিশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
জয়ে ফিরল মোহামেডান, প্রথম জয় পুলিশের .

শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলা স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। সতীর্থের লম্বা করে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন মালির ফরোয়ার্ড সুলেমান দুয়াবাতে।

 

৪২তম মিনিটেই অবশ্য সমতায় ফেরে শেখ রাসেল। মাঝমাঠ থেকে মোহাম্মদ আব্দুল্লাহর দুর্বল ফির-কিকের পর ডি-বক্সের জটলা থেকে দারুণ ফিনিশিং দেন তিমুর লেস্তের ফরোয়ার্ড পেদ্রো হেনরিক।

এদিকে সমতা ফেরার পর দুই দলই গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে ডিফেন্সের ভুলে গোল হজম করে শেখ রাসেল। এবারের গোলদাতা মোহামেডানের শাহেদ হোসেন।

এদিকে দিনের আরেক ম্যাচে ‘প্রথম’র স্বাদ পাওয়া বাংলাদেশের পুলিশের হয়ে প্রথম গোল করেন যথাক্রমে পুলিশের মার্কিন ফরোয়ার্ড রিভেরা সিডনি। এরপর ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বুলগেরিয়ার লাসকভ আন্তোনিও। পরে দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করেন উত্তির বারিধারার আরিফ হোসেন।

৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করা মোহামেডান এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা সাইফের পয়েন্ট ৭। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ পুলিশ। দশে থাকা শেখ রাসেলের পয়েন্ট ২ আর সবার নিচে থাকা উত্তর বারিধারা ২ ম্যাচে কোনো পয়েন্ট পায়নি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।