ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আন্তর্জাতিক ফুটবল আয়োজনে নিষিদ্ধ জিম্বাবুয়ে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
আন্তর্জাতিক ফুটবল আয়োজনে নিষিদ্ধ জিম্বাবুয়ে  জিম্বাবুয়ে জাতীয় ফুটবল দল: ছবি-সংগৃহীত

নিম্ন মানের স্টেডিয়ামের কারণে কনফেডারেশন অব আফ্রিকান (সিএএফ) ফুটবল কর্তৃক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে জিম্বাবুয়েকে নিষিদ্ধ করা হয়েছে।  

আগামী মাসে আফ্রিকান কাপ অব নেশনশের কোয়ালিফাইং ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলজেরিয়াকে আতিথেয়তা দেওয়ার কথা জিম্বাবুয়ের।

কিন্তু এখন নিরপেক্ষ ভেন্যু খুঁজতে হচ্ছে তাদের। জিম্বাবুয়ের বাকি ম্যাচগুলোও খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।  

গত বছর সিএএফ জিম্বাবুয়ের স্টেডিয়াম তদন্তে গিয়েছিল। তখনই তারা ফুটবল অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছিল স্টেডিয়াম উন্নত করার। কিন্তু ভঙ্গুর অর্থনীতিতে পড়া জিম্বাবুয়ে সে পথে হাঁটেনি।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুযারি ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।