ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২, ২০২০
শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী চট্টগ্রাম আবাহনী: ছবি-সংগৃহীত

ঘরের মাঠ এমএ আজিজ স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে বন্দর নগরীর ক্লাবটি ২-০ ব্যবধানে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। সেই সঙ্গে ঢাকা আবাহনী লিমিটেডকে পেছনে ঠেলে শীর্ষস্থান দখল করলো মারুফুল হকের শিষ্যরা। 

সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচটিতে শুরুতে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন নিক্সন ব্রিজোলারা। ১৮তম মিনিটে মিডফিল্ডার রাকিব হোসেনের পাস থেকে শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 

এরপর ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল সাইফুল বারী টিটুর দল। কিন্তু চেষ্টা সত্ত্বেও প্রতিপক্ষের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারেনি তারা। পাশাপাশি আক্রমণের ধার বজায় রাখেন চট্টগ্রাম আবাহনীর ম্যাথিউ চিনেদু-নিক্সনরা।  

তবে জয়ের খুব কাছাকাছি গিয়ে ব্যবধানটা ২-০ করে নেয় চট্টগ্রাম আবাহনী। যোগ করা সময়ের প্রথম মিনিটে বন্দর নগরীর দলটির হয়ে দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার মান্নাফ রাব্বি। ৮৫তম মিনিটে নিক্সনের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।  

এই জয়ে শীর্ষে ওঠল চট্টগ্রাম আবাহনী। ৪ ম্যাচে ২ জয় ও সমান এক পরাজয়-ড্রয়ে তাদের পয়েন্ট ৭। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে ঢাকা আবাহনী।  

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে চারে সাইফ স্পোর্টিং ক্লাব। তবে ৪ ম্যাচে এখনও জয়ের মুখ না দেখা শেখ রাসেল নেমে গেছে ১০ম স্থানে

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।