ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে সাইফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
মুক্তিযোদ্ধাকে হারিয়ে শীর্ষে সাইফ সাইফ বনাম মুক্তিযোদ্ধা ম্যাচের দৃশ্য

জয়ের অপেক্ষাটা আরও বাড়লো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসর শুরু করা গোপালগঞ্জের ক্লাবটি এবার নিজেদের মাঠে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হেরেছে ২-০ ব্যবধানে। 

অন্যদিকে দলের অন্যতম তারকা জামাল ভূঁইয়া না থাকলেও দাপুটে জয়ে তালিকার শীর্ষস্থানে ওঠেছে সাইফ। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা পেছনে ঠেলে দিয়েছে আগেরদিন সিংহাসনে বসা বন্দর নগরীর ক্লাব চট্টগ্রাম আবাহনীকে।

মারুফুল হকের দল সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।  

৩ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে আছে ঢাকা আবাহনী লিমিটেড ও গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টানা পরাজয়ের বৃত্তে আটকে থাকা মুক্তিযোদ্ধা নেমে গেছে একেবারে তলানিতে। ১৩তম স্থানে থাকা দলটির তিন ম্যাচে এক ড্রয়ে এখন পযর্ন্ত অর্জন মাত্র ১ পয়েন্ট।  

মঙ্গলবার (০৩ মার্চ) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা। ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের পাস থেকে সাইফকে এগিয়ে দেন মিডফিল্ডার মোহাম্মদ আরিফুর রহমান।  

সার্বিয়ান কোচ দ্রাগো মামিচের শিষ্যরা ব্যবধানটা দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে। ৫৭ মিনিটে সাইফের হয়ে দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার জাবেদ আহমেদ। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি মুক্তিযোদ্ধা।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।