ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

উয়েফা ন্যাশনস লিগ: একই গ্রুপে ফ্রান্স-পর্তুগাল-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
উয়েফা ন্যাশনস লিগ: একই গ্রুপে ফ্রান্স-পর্তুগাল-ক্রোয়েশিয়া কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পরতুগাল/ছবি: সংগৃহীত

উয়েফা ন্যাশনস লিগের ২০২০-২০২১ আসরের ড্রয়ে একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স এবং একই বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া।

লিগ ‘এ’ 

গ্রুপ-১: ইতালি ও নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং বসনিয়া-হার্জেগোভিনা।
গ্রুপ-২: ইংল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক এবং আইসল্যান্ড।


গ্রুপ-৩: পর্তুগাল, ফ্রান্স, ক্রোয়েশিয়া, সুইডেন।  
গ্রুপ-৪: জার্মানি, স্পেন, ইউক্রেন ও সুইজারল্যান্ড।

লিগ ‘বি’ 

গ্রুপ-১: অস্ট্রিয়া, নরওয়ে, উত্তর আয়ারল্যান্ড এবং রোমানিয়া।
গ্রুপ-২: চেক রিপাবলিক, স্কটল্যান্ড, স্লোভাকিয়া ও ইসরায়েল।
গ্রুপ-৩: রাশিয়া, সার্বিয়া, তুরস্ক এবং হাঙ্গেরি।
গ্রুপ-৪: আয়ারল্যান্ড, বুলগেরিয়া, ওয়েলস এবং আয়ারল্যান্ড।

লিগ ‘সি’ 

গ্রুপ-১: মন্টিনিগ্রো, সাইপ্রাস, লুক্সেমবার্গ এবং আজারবাইজান।
গ্রুপ-২: জর্জিয়া, উত্তর মেসিডোনিয়া, এস্তোনিয়া এবং আর্মেনিয়া
গ্রুপ-৩: গ্রিস, কসোভো, স্লোভেনিয়া এবং মালদোভা।
গ্রুপ-৪: আলবেনিয়া, বেলারুশ, লিথুয়ানিয়া এবং কাজাখস্তান।

সর্বশেষ ‘ডি’ লিগে রয়েছে মোট ৭টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। এখানে গ্রুপ-১ রয়েছে মাল্টা, অ্যান্ডোরা, লাটভিয়া ও ফারো আইল্যান্ড। আর গ্রুপ-২ এ খেলবে সান মারিনো, লিখটেনস্টাইন ও জিব্রাল্টার।

‘এ’ লিগের প্রতিটি গ্রুপের শীর্ষ চার দল মিলে আসরটির সেমিফাইনালে খেলবে। সেখান থেকেই জয়ী দুই দল ফাইনালে জায়গা করে নেবে। এছাড়া প্রতিটি লিগের সবচয়ে কম পয়েন্ট পাওয়া দলটির অবনমন হবে নিচের লিগে। তবে ‘ডি’ লিগে কোনো দলের অবনমন হবে না।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসর। পর্দা নামবে ৬ জুন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।